পঞ্চগড় প্রতিনিধি
দেশের শীতের রাজধানী হিসেবে খ্যাত পঞ্চগড়ে শীতের প্রকোপ দিনদিন বাড়ছে। টানা তিন দিন ধরেই চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাসে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাড়কাঁপানো শীত অনুভ‚ত হচ্ছে। তবে কুয়াশা বিহীন সকাল থেকেই দেখা মিলছে ঝলমলে রোদের সাথে সূর্যের। এতে করে শীতের যে চরম দূর্ভোগ হয় তা এখনও শুরু হয়নি। আবহাওয়া অফিস বলছে আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও কমে তীব্র শীতের অনুভ‚তি শুরু হতে পারে।
গতকাল শনিবার সকাল ৯টায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। এর আগে সেখানে গত শুক্রবার ৯ দশমিক ও এবং বৃহস্পতিবার ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে দিনের কড়া রোদের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনি¤œ ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান বেশি হওয়ায় এখনও তীব্র শীত অনুভ‚ত হচ্ছে না। তবে বিকেল থেকে রাতভর উত্তর-পশ্চিম দিক থেকে আসা কনকনে শীতল বাতাসের কারণে রাতের বেলা তীব্র শীত অনুভ‚ত হচ্ছে। আবার সকালে সূর্যোদয়ের পর পরই কড়া রোদের কারণে মিলিয়ে যাচ্ছে শীতের আবহ। দুপুরের দিকে কড়া রোদের কারণে খোলা জায়গায় দাড়িয়ে থাকাও দুস্কর হয়ে পড়ে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত তিন দিন ধরে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড় জেলার ওপর দিয়ে। তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। ডিসেম্বরের শেষ দিকে মাঝারী শৈত্যপ্রবাহ জেঁকে বসতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও ধীরে ধীরে কমে এসে তীব্র শীত অনুভ‚ত হবে।

















