Tuesday , 23 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ বিষয়ে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম ওই ডায়ালগের আয়োজন করে। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় ব্র্যাক জেলা কার্যালয়ের হলরুমে ওই ডায়ালগ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস। ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আর এম জেন্ডার মেইনস্ট্রিমিং মোরশেদুল ইসলামের সঞ্চালনায় অ্যাডভোকেসি ডায়ালগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড়’র উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান ও ব্র্যাক মাইক্রো ফাইনান্স কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আতিফ ইনতিশার। ডায়ালগে ব্র্যাকের নারী ও কন্যা শিশুর সুরক্ষা উদ্যোগ বিশেষ করে ভায়োলেন্স এগেইনিষ্ট ওমেন এন্ড গার্লস ফ্রেমওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সমাজে সহিংসতা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ, তাদের নিজ নিজ উদ্যোগ এবং অভিজ্ঞতা তুলে ধরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও