Thursday , 4 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রিক

পঞ্চগড় প্রতিনিধি
চলতি মৌসূমে শীত জেঁকে বসায় চরম দূর্ভোগে রয়েছে বৃদ্ধ ও শিশুরা। এ অবস্থায় প্রবীণ জনগোষ্ঠির সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। শীতের শুরুতেই রিক পঞ্চগড় এরিয়ার উদ্যোগে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় ২৫০ জন শীতার্ত প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সংস্থাটির পঞ্চগড় সদর শাখা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার আ. মালেক প্রামানিক (শামীম)। প্রবীণ কল্যাণ কর্মসূচির মাগুড়া ইউনিয়ন সভাপতি মো. মোসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিক পঞ্চগড় এরিয়ার এরিয়া ম্যানেজার মো. রেজাউল করিম। এ সময় বিভিন্ন ইউনিয়নের প্রবীণ কল্যাণ কর্মসূচির নেতৃবৃন্দ ও রিকের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত