বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড় ১ আসনে (সদর,তেঁতুলিয়া, আটোয়ারী) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাজেদুর রহমান লিটন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। লিটন দীর্ঘদিন সমাজসেবা ও জনসংযোগের মাধ্যমে এলাকায় নিজের অবস্থান গড়ে তুলেছেন। মনোনয়ন সংগ্রহ শেষে লিটন বলেন, “জনগণের আশা-আকাঙ্খা পূরণ ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।” জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এরই মধ্যে একাধিক দলের প্রার্থী ও স্বতন্ত্র হিসেবে লিটন একাই মনোনয়ন সংগ্রহ করেছেন। এ আসনে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

















