পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সূবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার উপ মহাপরিচালক কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে পঞ্চগড় জেলার সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস স্বাগত বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে জয়লস্কর,মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বালিপাড়া, চুয়াডাঙ্গা এবং ছোটহরিণায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে। ২০১২ সালের ২৫ ফেব্রæয়ারি পঞ্চগড়ে দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্বভার গ্রহণের পর ১৩৫.৫৯ কিমি দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ১৯টি বিওপি ও একটি আইসিপির দায়িত্ব পালন করে এবং চলতি বছরে ১৬ জন আসামীসহ এক কোটি ৭৯ লাখ টাকার অধিক চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।


















