আব্দুর রহমান, বোদা(পঞ্চগড়) : জামায়াত মনোনীত পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সফিউল আলম (সফিউল্লাহ সুফী) পঞ্চগড় ইট ভাটা মালিক সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি মনোনীত করা হয়েছিল এবং তিনি দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করে এসেছেন। তিনি বলেন, বর্তমানে ব্যক্তিগত, রাজনৈতিক ও সামাজিক নানা কারণে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি সমিতির সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।


















