পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেছেন, পঞ্চগড় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে। সাংবাদিকরা সমাজের দর্পণÑতাদের মাধ্যমে সরকারি দপ্তরের ভুল-ত্রæটি যেমন উঠে আসে, তেমনি ভালো দিকও জনগণের সামনে প্রকাশ পায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অনিয়ম, গুজব বা বিশৃঙ্খলা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সজাগ ও সচেতন থাকতে হবে। তিনি গতকাল রোববার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় গণমাধ্যমকর্মীরা পঞ্চগড় সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, চুরি, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার সে সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নবাগত পুলিশ সুপার পঞ্চগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমি লটারির মাধ্যমে এই জেলার দায়িত্ব পেয়েছি। পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি। মতবিনিময় সভায় সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ সুপার পঞ্চগড়কে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা পর্যায়ের পদস্থ পুলিশ কর্মকর্তা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ জেলা পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

















