পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপী ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কালব এর ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব। পঞ্চগড় সদর কালব’র চেয়ারম্যান ফারুক আহাম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান, পঞ্চগড় জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, সদর উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন ও ক্লাস্টার প্রতিনিধি পরিষদ পঞ্চগড়’র চেয়ারম্যান অব সাঈদ। বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর কালব;ৎ’র চেয়ারম্যান রেজাউল করিম লিটন, আটোয়ারী উপজেলা কালব’র চেয়ারম্যান মুঃ বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার, দেবীগঞ্জ উপজেলা কালব’র চেয়ারম্যান নুরে আলম, তেঁতুলিয়া উপজেলা কালব’র চেয়ারম্যান মাসুদ আল করিম, বোদা উপজেলা কালব’র চেয়াম্যান হকিকুল ইসলাম প্রমূখ। সাধারণ সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


















