পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর জুলাই-ডিসেম্বর/২০২৫ সেশনের ৫২ তম ব্যাচের বিদায়ী দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় কারিগরি প্রশিক্ষণ একাডেমীর পরিচালক নুরুন নবী রানার সভাপতিত্বে ও মাহফুজুল হক হিরা সঞ্চালনায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, বুলবুল আহম্মেদ, সাইদুর রহমান মানিক প্রমুখ। পরে ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রশন কার্ড ও পরীক্ষা উপকরণ দেওয়া হয়। এবার পরীক্ষায় অংশ গ্রহণ করবেন প্রায় ৭০ জন।

















