পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শীতের তীব্রতা বাড়তে থাকায় ছিন্নমূল, ভবঘুড়ে, রিকশা–ভ্যানচালক ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন নিজেই বিভিন্ন স্থানে গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
জানা যায়, রাতে পীরগঞ্জ রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বাজার এলাকার চায়ের দোকান, ফুটপাত এবং পরে পাড়িয়া গুচ্ছগ্রামে ঘুরে ঘুরে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউএনওর হাতে কম্বল পেয়ে অনেকেই রাতের আঁধারে ঠান্ডা থেকে তাৎক্ষণিক স্বস্তি পান। অনেকে জানান, শীতের রাতে প্রশাসনের এমন উদ্যোগ তাদের কাছে অপ্রত্যাশিত হলেও অত্যন্ত হৃদয়স্পর্শী।
কম্বল বিতরণকালে ইউএনও তাছবীর হোসেন বলেন,
“প্রান্তিক মানুষের কষ্ট আমরা খুব কাছ থেকে দেখি। প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মাঠে আছি। পীরগঞ্জে যে কেউ বিপদে পড়লে আমরা পাশে থাকবো—এ ধরণের মানবিক উদ্যোগ চলমান থাকবে।”
উপজেলা প্রশাসনের এ ধরনের রাতে ঘুরে দেখা—এবং শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা জানান, শীতবস্ত্রের চাহিদা আরও রয়েছে এবং ধারাবাহিকভাবে এমন মানবিক সেবা দেওয়া হলে প্রান্তিক মানুষগুলো শীত মোকাবেলায় অনেকটাই স্বস্তি পাবে।

















