পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর সহকারী পরিচালক ড. হারুনুর রশিদ এর পিতা পীরগঞ্জ পৌর শহরের পানুয়াপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল লতিফ সরকার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। সোমবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। দুপুরে গ্রামের বাড়ি উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানিপুরে প্রথম এবং বিকালে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে ২য় জানাজা শেষে পীরগঞ্জ পীরডাঙ্গী গোরস্তানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

















