পীরগঞ্জ প্রতিনিধি
যীশুখৃষ্টের জম্মদিন উপলক্ষে পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপিত হয়েছে। শনিবার বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেন্ড বিষ্ণুপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি রনজিত রায়, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর বাবুল আহম্মেদ, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, নিউ কমিউনিটি চার্চের পরিচালক অনন্ত চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেভারেন্ড মনোজিত রায় প্রমূখ।
















