পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী তাছবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাকিম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, বেসরকারি সংস্থা গুড নেইবারস্ প্রতিনিধি বিধান মন্ডল, উষা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ফেরদৌসী বেগম, নবনির্বাচিত জয়িতা তৃপ্তি রানী রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ফজলুল হক প্রমূখ।


















