Sunday , 21 December 2025 | [bangla_date]

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

স্মৃতিচারণ, আলোচনা, কবিতা পাঠের মধ্য দিয়ে দিনাজপুরের বাংলা স্কুল তথা দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়ে গেল গত ২০ ডিসেম্বর।
বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের উদ্যোগে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয় মহাআড়ম্বরে। ২০ ডিসেম্বর বিকেল তিনটায় সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এদিন রাষ্ট্রীয় শোক দিবসের কারণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল দিনভর। একই কারণে প্রাক্তন শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন । সাংগঠনিক পতাকা উত্তোলনের সময় প্রাক্তন শিক্ষার্থী ও সংগীত শিল্পী ডালিম এর নেতৃত্বে শিক্ষার্থীরা সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন । আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীগণকে পানি পিঠা, ভাপা পিঠা ও কফি দ্বারা আপ্যায়িত করা হয়। পরে সংগঠনের সভাপতি এ কে এম মেহেরুল্লাহ বাদল এর সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে প্রাক্তন শিক্ষার্থী আনোয়ার হোসেন পবিত্র কোরআন পাঠ ও জগদীশ ভঞ্জ পবিত্র গীতা পাঠ করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। সংগঠনের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আজহারুল আজাদ জুয়েলের সঞ্চালনে আলোচনা ও স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা দৈনিক জনতার সংবাদ এর সম্পাদক মোঃ শাহজাহান আলী, বাংলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ নিজামুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, সাবেক প্রধান শিক্ষক মোঃ শমসের আলী, সাবেক সহকারি প্রধান শিক্ষক আব্দুল হক, শিক্ষক খাইরুল আলম, প্রাক্তন ছাত্র রফিকুল আমিন বাবু, মোঃ সেলিম হোসেন, শামীম হাবিব, রেজাউল করিম সবুজ, মহম্মদ রফিকুল আলম, আল মামুন বিপ্লব, বদরুল আলম, জগদিস ভঞ্জ, বাংলা ইস্কুলের শিক্ষক মরহুম মাজেদুর রহমান সরকার এর পুত্র এবং প্রাক্তন ছাত্র মুফাচ্ছিলুল মাজেদ প্রমুখ। স্বরচিত কবিতা পরিবেশন করেন জোবায়ের আলী জুয়েল, আজহারুল আজাদ জুয়েল, মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হককে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয় এবং ক্রেস্ট উপহার দিয়ে সম্মানিত করা হয়। সবশেষে মাহিদুল ইসলাম মাসুদ এর নেতৃত্বে রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং রাতের ডিনার দিয়ে সবাইকে আপ্যায়িত করা হয়। উল্লেখ্য বাংলা স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশন কয়েক বছর ধরে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবারের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে ডা. সৈয়দ শিবলী সাদিক শিমুল, আমিরুল ইসলাম, আবু সাবাহ, বশির আহমেদ বিশেষ ভূমিকা পালন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের খেলা

আকরামকে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ – মির্জা ফখরুল

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

বীরগঞ্জে ২ শতাধিক শ্রমজীবীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা

হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল ছাত্রীর আ*ত্নহ*ত্যা

রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে ——–ডা. জাহিদ হোসেন

দিনাজপুরে ইয়া’বা ট্যাবলেটসহ আ’টক-২

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতিতে ৫০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরনে

আটোয়ারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত