Tuesday , 9 December 2025 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ‘ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদকে সামনে রেখে পালিত হলো আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবস। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রেলি শেষে সভাকক্ষে আলোচনা সভা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি সহকারী কমিশনার মো.আহসানুল হক। মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিকের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লাহিড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর শেখ, ব্যবসার সমিতির সভাপতি ডা. তোফাজ্জল হোসেন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির সভাপতি এসএম মশিউর রহমান সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহা বানু, পল্লী দারিদ্র জিতেন্দ্রনাথ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন ইস্টেক হোল্ডারের প্রতিনিধি এবং ছাত্রছাত্রীগণ।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৩২ সালের একই দিনে মারা যান এই মহীয়সী। দিনটি প্রতি বছর বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।

সাংবাদিক মশিউর রহমান ও অধ্যক্ষ আলমগীর বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বলেন, ১৯০৫ সালে রোকেয়ার বিখ্যাত ইংরেজি গ্রন্থ ‘সুলতানাস ড্রিমস’ প্রকাশিত হয়, যা পরে বাংলায় ‘সুলতানার স্বপ্ন’ নামেও প্রকাশিত হয়। বইটিকে বিশ্বের নারী জাগরণমূলক সাহিত্যকর্মের একটি উল্লেখযোগ্য ও উজ্জ্বল দৃষ্টান্ত বিবেচনা করা হয়। গ্রন্থটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকোর ‘ওয়ার্ল্ড মেমোরি’ তালিকায়ও স্থান পেয়েছে। বেগম রোকেয়া ২০০৪ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো মতিচূর, পদ্মরাগ, অবরোধবাসিনী ইত্যাদি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেষ বলে ছক্কা মেরেও হার চট্টগ্রামের, চ্যাম্পিয়ন রিয়াদের খুলনা

পীরগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর সুইহারী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান হিলারীউস ও সেক্রেটারী যোহন

ধর্ষকদের বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী আটক

পঞ্চগড়ে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ডাকাতি ও মোটরসাইকেল চোরের মূলহোতা গ্রেপ্তার

ট্রেনের টিকিট কালোবাজারিতে যুবক আটক

পীরগঞ্জ পৌর এলাকায় ৫ নং ওয়ার্ডে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত