মশিউর রহমান, বালিয়াডাঙ্গী( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় তীব্র ঠান্ডা আর কুয়াশায় যবু থবু হয়ে দিনপার করছে শীতার্তরা । এই কনকনে ঠান্ডায় প্রায় দুই সপ্তাহ যাবত শীত নিবারনে এলাকার অসহায় দরিদ্র ও মাদ্রাসার এতিম শিশুদের ১টি করে কম্বল খুব প্রয়োজন? তারা পাচ্ছেনা কোথাও শীতবস্ত্র।
সামাজিক মাধ্যমে এমন সংবাদ পেয়ে এ্যাডভোকেট মো: আবেদুর রহমান ঠাকুরগাঁও জেলা ও যুগ্ম দায়রাজজ আদালতের পিপি ও বালিয়াডাঙ্গী বিএনপির যুগ্ন আহবায়ক এর সুযোগ্য কন্যা ডা.সুমাইয়া রহমান মেরিট (এমবিবিএস)। গতকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলার হাফেজিয়া মাদ্রাসার এতিম ছাত্র ও এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৪’শ কম্বল বিতরণ করেন।
এ সময় ডা.মেরিটের মাতা সমাজসেবী মোছা: কোহিনুর আক্তার কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন।















