Saturday , 13 December 2025 | [bangla_date]

বীরগঞ্জে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, রহস্য উদ্ঘাটনে পুলিশ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দানিউল ইসলাম(৫৫) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়ন ঘরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে। সরজমিনে জানা যায়,নিহত দানিউল ইসলামের ছেলে সামিউল ইসলাম দিনাজপুরের বাড়িতে এবং মেয়ে দৃষ্টি স্বামীর বাড়িতে বসবাস করতো। গ্রামের বাড়িতে এসে সপ্তাহে দু”এক দিন রাত্রি যাপন করেন দানিউল ইসলাম।

বাড়ির কাজের লোক রফিকুল ইসলাম ও নুর জাহান বেগম বাড়ি এবং নিহত দানিউল ইসলামের দেখা শুনার করত।
শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে এসে তার শয়ন কক্ষে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে ডাকচিৎকার করে, প্রতিবেশীদের জানায়। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাওয়াদাওয়া শেষে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা বন্ধ দেখে সেখানে গিয়ে রফিকুল মরদেহ দেখে দানিউলকে সনাক্ত করেন। তার দাবি, দুর্বৃত্তরা দানিউলকে হত্যা করেছে।

২০০৩ সালে ডিসেম্বর মাসে ১৬ তারখে নিহতের চাচা ইউপি চেয়ারম্যান মহসিন আলী রাঙা একইভাবে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছিলেন।

বিভিন্ন সূত্র বলছে পূর্বপরিকল্পিত এই রহস্য জনক হত্যাকাণ্ডের পিছনে তার পারিবারিক দ্বন্দ্ব কিংবা বিপুল সম্পদের কারণে হতে পারে।

সাতোর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন রাজা এবং নিহতের চাচাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ও সেলিম গভীর শোক প্রকাশ করে বলেন অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের সুষ্ঠু
বিচার চাই।

এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ উদ্ধারের কার্যক্রম চলছে, কিন্তু ক্রাইমসিন সিআইডি পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি বিলম্ব হচ্ছে।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সহ বিপুলসংখ্যক পুলিশ অফিসারেরা কাজ করছেন।

পুলিশ তৎপর আছে। জানান, পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, অবিলম্বে দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সমতলের চা বাগানে মিশ্র ফলের আবাদ করে লোকসান পুষিয়ে নেয়ার চেষ্টায় চা চাষিরা

নবাবগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাবুর মতবিনিময় সভা

বীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

পীরগঞ্জের খনগাও ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চোখের ছানী অপারেশন

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এদেশের সকল ধর্মের মানুষের শান্তির আবাসভূমি -এমপি মনোরঞ্জন শীল গোপালগঞ্জে

পীরগঞ্জে সিপিবি’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

বোচাগঞ্জে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সাবেক ইউপি সদস্য আবেদ আলীর ইন্তেকাল