বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পৌর বিএনপির নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর-১
(বীরগঞ্জ–-কাহারোল) নির্বাচনী আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব
মনজুরুল ইসলাম। বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব গোলাম আযম কাজল, লিটন দত্ত, শমসের আলী, যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান বাবু, মোঃ আসাদুল্লাহ বাদশা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ মুকুল, পৌর যুবদলের আহবায়ক আরিফ মাসুম পল্লব, পৌর যুবদলের সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ প্রমুখ। সভায় দলীয় সাংগঠনিক বিষয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আলহাজ্ব মনজুরুল ইসলাম
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২৫ ডিসেম্বর আমাদের প্রাণের নেতা, দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আসছেন। স্বৈরাচারী আওয়ামী লীগ দীর্ঘকাল ধরে জনগণকে তার কাছ থেকে দূরে রেখেছে। তার আগমন দেশের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা প্রস্তুতি নিশ্চিত করতে এখানে একত্রিত হয়েছি।
তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা করবে। আমাদের সকল নেতাকর্মীকে তার সফরের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতে হবে। তিনি বলেন, পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ অবস্থান দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















