বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে
১৪ ডিসেম্বর ঐতিহাসিক ‘শহীদ বুদ্ধিজীবী’ দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নিবাহী অফিসার সুমা খাতুন বলেন, ১৯৭১ সালে বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তা ভুলে যাওয়ার মত নয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন,সুমা খাতুন বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে জানতে হলে
বেশি বেশি করে বই পড়তে হবে। জ্ঞানের কোন বিকল্প নেই। বই পড়লে জ্ঞান অর্জন হয়। সকল ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আমাদেরকে দিয়ে অন্য কারো কোন প্রকার যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে দেশ যেমন এগিয়ে যাবে দেশের মানুষ কল্যাণের দিকে ধাবিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক মোঃ কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নান, বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাউসার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আহাদ আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকার, বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামিম সহ আরো অনেকে।
আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ,সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা।

















