বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে যথাযথ যোগ্য মর্যাদা পাক হানাদার দিবস পালিত হয়েছে। বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত উদযাপন উপলক্ষে শনিবার (৬ডিসেম্বর-২০২৫) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে পৌরসভার প্রধান প্রধান সড়ক বণাঢ্য র্যালী প্রদক্ষিণ এবং শহীদ মুক্তিযোদ্ধা মোঃ মসসিন আলীর কবরে ও শহীদ বুধারু সড়কে পুষ্পমালা অর্পন শেষে সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, আলহাজ্ব বশির উদ্দিন, মোঃ আব্দুল আজিজ, বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ, দিনাজপুর -১ আসনের মনোনয়ন প্রত্যাশী এন সি পির বীরগঞ্জ উপজেলা যুগ্ন আহবায়ক মোঃ আবু বক্কর সুমন, স্বেচ্ছাসেবী সংগঠনের মোঃ মমিনুল ইসলাম, বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থীর অরিন আহমেদ সরকার,বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক/শিক্ষার্থী মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ কালিন ৬নং সেক্টর এর ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অব:) এম মাসুদুর রহমান বীর প্রতীক ও এফ এফ কমান্ডার একেএম মাহবুব উল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী যৌথভাবে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে। যুদ্ধে ভাঁতগাও ব্রীজ ও সুজালপুর ইউনিয়নের মদনপুরে সম্মুখ যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন। পরিশেষে মুক্তিযোদ্ধের বিষয়ে শহীদ মহসিন আলী ও শহীদ বুধারু অবদান তুলে ধরে এর জীবনী এবং মুক্তিযোদ্ধের তাৎপর্য তুলে ধরা হয়।


















