Monday , 1 December 2025 | [bangla_date]

বীরগঞ্জ সরকারি পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি, পরীক্ষা স্থগিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দেশব্যাপী শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) থেকে পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে।
কর্মবিরতির কারণে বিদ্যালয়ের চলমান বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
শিক্ষকদের দাবি, ১-এন্ট্রি পদ নবম গ্রেড প্রদান , যা আমাদের সমমানের অন্যান্য পেশার সঙ্গে সম্পুর্ণ সামঞ্জস্যপূর্ণ। ২) টাইমস্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল ও বহু বছরের বকেয়া নিষ্পত্তি। ৩) পদোন্নতি ও পদায়ন নিয়মিত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা; ৩০ বছরের চাকরির শেষে অনেকে কোন প্রমোশন ছাড়াই অবসর নেন, এটি অমানবিক। ৪)বিএড ও এমএড ডিগ্রির জন্য ২/৩ ইনক্রিমেন্ট পূর্ণবহাল যা পেশাগত দক্ষতা ন্যায্য স্বীকৃতি। ৫) আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাননীয় প্রধান উপদেষ্টার লিখিত সম্মতি থাকা সত্বেও এখনও গেজেট হয়নি।
শিক্ষার্থী ও অভিভাবকের প্রতিক্রিয়া, ১০ম শ্রেনীর শিক্ষার্থী সাকিব হাসান বলেন,পরীক্ষার জন্য অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছি। হঠাৎ স্থগিত হওয়ায় মন খারাপ হয়েছে। আশা করি সমস্যার দ্রæত সমাধান হবে।
অভিভাবক ফরহাদ হোসেন বলেন, শিক্ষকরা তাদের অধিকার নিয়ে দাবি জানাচ্ছেন, তবে আমাদের সন্তানদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে। আলোচনা করে যেন দ্রæত সমাধান হয়।
বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা শিক্ষা ব্যাহত করতে চাইনি। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি জানিয়ে কোনো সাড়া পাইনি। তাই বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি। দাবিগুলো বাস্তবায়ন হলেই আমরা শ্রেণিকক্ষে ফিরব।
প্রধানশিক্ষক আকতারা পারভিন বলেন, শিক্ষকদের অনির্দিষ্ট কর্মবিরতির কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি কমানোর জন্য পরবর্তী নির্দেশনার অপেক্ষা করছি।
বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার জুলফিকার আলী শাহ বলেন, পরিহ্মা চলমান পাঁচ -সাতটি পরিহ্মা হয়ে গেছে। এমতাবস্থায় বন্ধ হওয়া মানে ব্যাঘাত হওয়া। এই কর্মবিরতি টা পরিহ্মার আগে বা পরেও করতে পারতো। আমরা কর্মবিরতির বিষয়টি সম্পর্কে অবগত এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে দ্রæত সমাধানের চেষ্টা চলছে। কর্মবিরতি দীর্ঘায়িত হলে বিকল্প একাডেমিক পরিকল্পনা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
শিক্ষকরা জানিয়েছেন, এ কর্মবিরতি শিক্ষার্থীদের ক্ষতি করার জন্য নয়, বরং বহুদিন ধরে ন্যায্য দাবি মেনে নেওয়া না হওয়ায় বাধ্য হয়ে নেওয়া পদক্ষেপ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ডায়াবেটিস বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে কর্মশালা

সাকিবই ম্যাচ ও সিরিজসেরা

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধা সৃষ্টিকারী জিয়া-মোস্তাকরা এখন ইতিহাসের আস্তাকুড়ে -হুইপ ইকবালুর রহিম

রংপুরে আগামী ২ তারিখের মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক  সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী নিহত

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ওয়ার্ল্ড ভিশনের পরিকল্পনা প্রনয়ণ সভায় সদর ইউএনও অংশগ্রহন মূলক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

রাণীশংকৈলে কেউ খোঁজ রাখেনি প্রভাষকের

রাণীশংকৈলের স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক —– স্নেহা শিষ চন্দ্র দাস