Wednesday , 31 December 2025 | [bangla_date]

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের শোকবার্তা

দিনাজপুরের সুকণ্যা ,বিএনপি চেয়ারপার্সন, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরবাসী শোকে মুজ্জমান। তার মৃত্যুতে দিনাজপুরের সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দিনাজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক কর্মসুচির অংশ হিসেবে প্রেসক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন, শোক ব্যানার রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের ভালোবাসা, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ সকল সদস্য তার বিদেহী আত্বার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত