ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\অন্যায়ের প্রশ্নে আপসহীন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাব পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে সারাদেশের বিভিন্ন স্তরের ন্যায় সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির সাথে ফুলবাড়ী প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের ভালোবাসা, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু শহীদ ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স’সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

















