মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা!!
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার গাভী খামারিদের আধুনিকায়নের লক্ষ্যে (২১ডিসেম্বর) রবিবার দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০জন গাভী খামারির মাঝে ১০টি মিল্কিং মেশিন বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। মিল্কিং মেশিন বিতরণ কালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু কায়েস বিন আজিজ বলেন, খামারগুলোকে আরো আধুনিকায়ন করার জন্য আজকে আমরা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০টি খামারির মাঝে মিল্কিং মেশিন বিতরণ করেছি। মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো দেখে গ্রামের অন্যান্য খামারিরা যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সহজে বৈজ্ঞানিকভাবে হাইজেনিক ব্যবস্থাপনা করতে পারে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই মিল্কিং মেশিন বিতরণ করলাম। আশা করি খামারিরা এর যথাযথ ব্যবহার করবে।
এ সময় উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ নীহাররঞ্জন প্রামানিক, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সোঃ আসাদুজ্জামান রিমনসহ সকল খামারী উপস্থিত ছিলেন।


















