বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৭ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকায় বালাপুকুর মোড়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ও জেলা সুরা সদস্য আ.স.ম সামসুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর জোন পরিচালক মাওলানা মোঃ আবু সায়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফ আলী, দিনাজপুর জেলা শাখর সভাপতি মাওলানা আ,ক,ম খাদেমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারন সম্পাদক খেলাফত মজলিস বোচাগঞ্জ শাখা আব্দুল মওদুদ, সহ-সভাপতি মজিবর রহমান, মোঃ তছলিমউদ্দীন প্রমুখ। মাহফিলটি পরিচালনা করেন ধনতলা দাফাদারপাড়া নতুন জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মোঃ রাজেউল ইসলাম।

















