Tuesday , 9 December 2025 | [bangla_date]

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বোচাগঞ্জে (৯ডিসেম্বর) মঙ্গলবার “ নারী ও কণ্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রেলি ও আলোচনা সভা, অদম্য নারীদের সংবর্ধনা প্রদান, রচনা প্রতিযোতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও নারী সংগঠনে অনুদানের চেক বিতরণের মাধ্যমে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সকাল ১১টায় বে-সরকারী প্রতিষ্ঠান ইএসডিও, ব্যাক, সিডিএ এর সহযোগিতায় একটি রেলি উপজেলা ক্যাম্পাস পরিদর্শন শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা (ইউডিএফ) কর্মকর্তা এস.এম জসীম উদ্দীন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজিদ তানভী শোভন ও সেতাবগঞ্জ সরকারী কলেজের (অবসর) প্রাপ্ত অধ্যাপক মোঃ আক্কাস আলী। সভায় বক্তারা মহিয়সী নারী বেগম রোকেয়াকে অনুসরণ করে বাল্য বিবাহ প্রতিরোধ করার পাশাপাশি নারী সমাজকে নিজের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়ার আহবান জানান। সভায় শেষে অদম্য ৩জন নারীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া পাশাপাশি রচনা প্রতিযোগিতার বিজয়ী এবং নারী সংগঠনের মাঝে পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আহ্সানসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও