Sunday , 7 December 2025 | [bangla_date]

বোচাগঞ্জে শীতের শুরুতেই উৎসবমুখর খেজুর বাগান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বোচাগঞ্জে শীতের শুরুতেই জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ। নাফানগর ইউনিয়নের সুলতানপুর বাজার থেকে তিন কিলোমিটার দক্ষিণে সাদামহল রোডে ডা. সরল চন্দ্র রায়ের বাগান ও রিয়াজুল মোড়ের খেজুর বাগান এখন ভোরে ব্যস্ত। প্রতিদিন ভোরে গাছিরা রস সংগ্রহে নেমে পড়েন, আর দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে টাটকা খেজুর রসের স্বাদ নিতে।
উৎসবমুখর পরিবেশ ঝুলন্ত মাটির হাড়ি, রস নামানোর টুপটাপ শব্দ এবং ভোরের নরম আলোয় সব মিলিয়ে পুরো এলাকা শীতের প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে। মানুষের আগ্রহ বেড়েছে অনেকগুন। ধনতলা শাহপাড়ার শিক্ষিকা রুমি আক্তার বলেন,জীবনে প্রথমবার রস খেলাম, এমন স্বাদ আগে কখনো পাইনি। এলাকার রহমত আলী বলেন, “ছোটবেলায় রসের গল্প শুনেছি, আজ এসে বুঝলাম শীত মানেই খেজুর রস।
সেতাবগঞ্জ থেকে আসা মিরাজুল ইসলাম বলেন, গাছ থেকে নামানো টাটকা রস এবং গ্রামের পরিবেশে সব মিলিয়ে অসাধারণ। ”অর্গানিক ও ভেজালমুক্ত গুড় ‘উলামা অর্গানিক ফুড’-এর কারিগড় তোফাজ্জল হোসেন জানান, “ভোরে রস সংগ্রহ করে লিটার প্রতি ৮০ টাকায় বিক্রি করি। রসে কোনো কেমিক্যাল বা রঙ মেশাই না। তিন ঘণ্টা জ্বাল দিয়ে আমরা ঝোল, পাটালি ও চকলেট তিন ধরনের খাঁটি গুড় তৈরি করি।”ঝোলা লাল গুড় ৩৫০টাকা প্রতি কেজি, পাটালি/টিকা গুড় ৪০০ টাকা প্রতি কেজি, চকলেট গুড় ৬৫০ টাকা প্রতি কেজি। ‘উলামা অর্গানিক ফুড’-এর মালিক আনোয়ার হুসাইন বলেন, “ছাত্রজীবন থেকেই গুড় ব্যবসার সঙ্গে যুক্ত। এবার বোচাগঞ্জে প্রথমবার উদ্যোগ নিয়েছি। হোম ডেলিভারি ও অনলাইনে সরবরাহ করি। আমাদের গুড় সম্পূর্ণ প্রাকৃতিক, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত। শীতজুড়ে উৎসবের আমেজ শীত বাড়ার সঙ্গে মানুষের মধ্যে রস ও গুড়ের প্রতি আগ্রহও বেড়ে চলেছে। স্থানীয়রা বলছেন, বোচাগঞ্জে এই প্রথম এমন ভেজালমুক্ত রস ও গুড় শীতকে আরও রঙিন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এডাব এর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মানববন্ধনে বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে নিরবতা আর নয় নারী ও কন্যা

ফুলবাড়ী সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরীকসহ আটক ৬

হরিপুরে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

কাহারোল মাঠ জুড়ে পেঁয়াজের চারা রোপন ও পরিচ্ছায় ব্যস্ত চাষিরা

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী যুবতীর ধর্ষণকারীকে আটক–১

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল

বাংলাদেশ ও ভারতের মাঝে যে সম্পর্ক রয়েছে সামনের দিনে তা আরো বাড়বে-ভারতীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার

পীরগঞ্জে বিশ্ব আদিবাসী দিবসে সম্প্রীতি মেলা

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা