বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি\দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের হাটমাধবপুর গ্রেমের ঐতিহ্যবাহী সত্যমান ডাঙ্গী মন্ডিরের জানালার গ্রিল কেটে মন্ডিরের দানবক্স ও বিষ্ণু মর্তি চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে মন্ডিরের সভাপতি কৃতদেব সর্ম্মা জানান, এলাকার মানুষের মাধ্যমে জানতে পারেন যে, মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ভোর রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে।
মন্ডিরের সাধারণ সম্পাদক মহাদেব সর্ম্মা জানান, চোরেরা দানবক্সটি ভেঙ্গে টাকা পয়সা নিয়ে মন্দিরের পাশের জঙ্গলে ফেলে দিয়ে যায়। কিন্তু ১০/১২ কেজি ওজনের বিষ্ণু মর্তিটি কোথাও পাওয়া যায়নি।
আটগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. তুরিন তানভির চৌধুরী বিতু বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখলাম ঘটনা সত্য। একটি ধর্মিও প্রতিষ্ঠানে চুরির ঘটনার নিন্দা জানাই।
ঘটনাস্থলে উপস্থিত বোচাগঞ্জ থানা পুলিশের এস আই লিখন কুমার জানান, মাদক সেবীরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করছি। চোর ধরতে আমরা কাজ শুরু করেছি।


















