মোঃ শামসুল আলম বোচাগঞ্জ থেকে!!
(৮ডিসেম্বর) সোমবার দুপুরে পয়েন্টে সার মজুদ না রাখা এবং ভুয়া ভাউচার তৈরীর অপরাধে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং- ঈশানিয়া ইউনিয়নের বকুলতলা বাজারের স্যারের ডিলার আব্দুস সালাম মিন্টুর ম্যানেজার আশিককে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চলতি আমন মৌসুমে স্যার ডিলার কর্তৃক কৃষক হয়রানি রোধ এর চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে বকুলতলা বাজারের স্যার ডিলার মিন্টুর দোকানে অভিযান চালিয়ে পয়েন্টে সার মজুদ না রাখা এবং ভুয়া ভাউচার তৈরী করার অপরাধে স্যার ডিলার মিন্টুর ম্যানেজার আশিককে ৫০হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।
উল্লেখ থাকে যে, বকুলতলা বাজারে অভিযানের পূর্বে সেতাবগঞ্জ পৌর শহরের মেসার্স আব্দুল লতিফ স্যার ডিলারের দোকানে অভিযান চালিয়ে মেমো ছাড়া স্যার বিক্রয় করার অপরাধে লতিফ মোল্লার ছোট ভাই মোঃ আবুল কালাম আজাদ রিপন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান জানান, এই অভিযান আরো বেশ কয়েকদিন চলবে।


















