বোদা,পঞ্চগড় প্রতিনিধি \পঞ্চগড়ের বোদায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের আওতায় এবং ইকো-সোশাল ডেভেলপমেন্ট (ইএসডিও) এর বাস্তবায়নে জেলার বোদা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষিকা রহিমা খাতুন ও ইএসডিও প্রতিনিধি এবং ফিডিং কর্মসূচির উপজেলা সমন্বয়কারী খলিলুর রহমান।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় বোদা উপজেলা সহ পঞ্চগড় সদর, আটোয়ারি ও দেবীগঞ্জ উপজেলার মোট ৫৯০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনরুটি, সিদ্ধ ডিম এবং কলা সরবরাহ করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে এ কার্যক্রম ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আজকের শিশু শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ।দীর্ঘ সময় এই শিক্ষার্থীদের বিদ্যালয়ে থেকে পাঠ গ্রহণ করতে হয়। কাজেই শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় পাঠদানে মনোযোগী করতে সরকার মিড ডে মিল চালু করেছে। যাতে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দের সাথে বিদ্যালয়ের সময়টুকু পার করতে পারে।

















