Wednesday , 3 December 2025 | [bangla_date]

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা আটকে দিলেন অন্য বিদ্যালয়ের শিক্ষকরা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা আন্দোলন করছেন সেজন্য ৩য় ও ৪র্থ শ্রেনীর পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রধান শিক্ষক। স্কুলেও চলে এসেছে এক তৃতীয়াংশ শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পরীক্ষা আর এ সময় পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন সহকারী শিক্ষকরা। শুধু তাই নয় ফোনে ডেকে নেওয়া হয় অন্য বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককেও। অবস্থার বেগতিক দেখে উপজেলা শিক্ষা অফিসে ফোন দেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বুধবার (৩ ডিসেম্বর ) দুপুরে স্কুলে অভিভাবকদের সূত্রে জানা যায়, এই স্কুলের সহকারী শিক্ষকরা পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য শিশু শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে বলেন। তখন শিক্ষার্থীরা স্কুল চত্তরে বিক্ষোভ করে বলেন আমরা আমাদের শিক্ষক ছাড়া পরীক্ষা দিবো না। এমনকি এ অবস্থায় খবর পেয়ে বিদ্যালয়ে আসেন থানা পুলিশ। তখন শিক্ষার্থীরা পুলিশের গাড়িও আটকে দেওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ ও শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের শান্ত করতে না পারলে ফিরে যায় থানা পুলিশ। অভিভাবক ও শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় পরীক্ষায় বসায় প্রধান শিক্ষক হামিদুর রহমান। অপরদিকে শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, আমার স্কুলে পরীক্ষা বন্ধ করার জন্য কিছু শিক্ষক গিয়েছিল আমি তা প্রতিহত করে পরীক্ষা নিয়েছি।
পথচারী ও অভিভাবকরা সূত্রে জানা যায়, যখনি শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন তখনই উপজেলার বিভিন্ন স্কুলের ২০-২৫ জনের শিক্ষকদের একটি দল স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মোবাইলে ধারণ করতে থাকেন। এমনকি তাদের উৎসাহিত করতে থাকেন তারা। এ পরিস্থিতিতে শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনা স্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। তিনি পরিস্থিতির বিষয়ে বহিরাগত শিক্ষকদের জিজ্ঞেসা করলে তারা বলেন, আমরা আমাদের দাবি আদায়ের জন্য পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছি। আর এই স্কুলের শিক্ষকের ম্যাসেজের মাধ্যমে জানতে পারি এ স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে এ কথা শুনে আমরা অন্য স্কুলের শিক্ষকরা এ বিদ্যালয়ে এসেছি।
এ বিষয়ে ইউএনও খাদিজা বেগম বলেন, পরীক্ষার বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আপনাদের(শিক্ষকদের) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে মতবিনিময় সভা

শিক্ষার মান উন্নয়নে বীরগঞ্জ শুভসংঘ স্কুলে মা সমাবেশ

ডাহুক নদীতে পাথর তুলতে না দিলে সংসার কেমনে চলবো, আমরা কর্মহীন হয়ে পরবো বলেন শ্রমিকরা

বিরলে রাস্তার পাশে বাশেঁর মাচাঁই লাউ চাষ

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় চালুর পর বিমান বন্দরটি চালু হলে মানুষের যাতায়াতে সুবিধা হবে — রমেশ চন্দ্র সেন এমপি

জুলাই অভ্যুত্থান দিবসে বীরগঞ্জে বিএনপি ও জামায়াতের সমাবেশ ও গণমিছিল

পঞ্চগড়ে পানিতে পড়ে  মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

পঞ্চগড়ে পানিতে পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

ঘোড়াঘাটে সাহিত্যপত্র-৬ ও ক্ষণিকের মুসাফির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ সংক্রান্ত সেমিনার