রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ” নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বেসরকারি সংস্থা ইএসডিও,সিড্এি, মানব কল্যাণ পরিষদ ও মহিলা সমিতি’র সহযোগিতায় র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভ‚মি) মজিবুর রহমান, জামায়াতের এমপি প্রার্থী মিজানুর রহমান, সেক্রেটারী রজব আলী, বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির নেতা মামুনুর রশিদ, সহকারি শিক্ষিক মেহবুবা আক্তার ¯িœগ্ধা,মহিলাদলের সদস্য সচিব আনার কলি প্রমুখ।
এ সময় নারীদের বিভিন্ন দিকের সমস্যা কথা তুলে ধরার পাশাপাশি সমাধানের লক্ষে আলোচনা করা হয়। এবং বিশেষ অবদান রাখায় অদম্য ৫ জন নারীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে। অপরদিকে আন্তজার্তিক দূনীতি প্রতিরোধ কমিটির র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


















