রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি\ সহকারী শিক্ষকদের কর্মবিরতির মাঝেও প্রধান শিক্ষকের একক উদ্যোগে সামান্য কিছু বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ডিসেম্বর বৃহস্পতিবার রাণীশংকৈল উপজেলা চত্বরে সকাল ১১টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে লক্ষে অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক একাই পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। সহকারী শিক্ষকদের অনুপস্থিতিতে পরীক্ষা নিতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখিন হতে হচ্ছে বলেও প্রধান শিক্ষকগণ উল্লেখ করেন। উল্লেখ্য, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর প‚র্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ এ তিন দফা দাবির প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

















