নবাবগঞ্জ (দিনাজপুর)\রাতে গাড়িতে কম্বল নিয়ে শীতার্তদের মাঝে হাজির হয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জের (ইউএনও) জিল্লুর রহমান। এসময় তার হাতে কম্বল পেয়ে খুশি ছিন্নমূল পরিবারের সদস্যরা।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।
এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,শিশির আহমেদসহ অনেকে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
কম্বল পেয়ে কয়েকজন উপকারভোগী ব্যক্তিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন (ইউএনও) এভাবে রাতের বেলায় আমাদের মাঝে গাড়িতে করে কম্বল বিতরণ করলো। এ কাজ নিঃসন্দেহে দৃষ্টান্ত হয়ে থাকবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, রাতে অনেক পরিবার শীতের কষ্টে থাকে। আর এই কষ্ট লাঘবে রাতেই আমরা কম্বল বিতরণ করছি। শীতের প্রভাব অব্যাহত থাকলে পর্যায়ক্রমে উপজেলার আরও কয়েকটি এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে।


















