Monday , 29 December 2025 | [bangla_date]

শুধু বল প্রয়োগ নয়, সকলের সহযোগিতাই পারে অপরাধ প্রতিরোধ করতে -বিজিবি উপ-মহাপরিচালক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুর সেক্টর কমান্ডার (উপ-মহাপরিচালক) কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) বলেন, বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিজিবি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভ‚মিকা পালন করে আসছে।
সীমান্তে শুধু বল প্রয়োগ বা ফোর্স বৃদ্ধি করলেই আন্তঃসীমান্ত অপরাধ দমন সম্ভব নয়। কেবল সকলের সহযোগিতাই পারে এ ধরনের অপরাধ প্রতিরোধ করতে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষাসহ সীমান্ত এলাকার বাসিন্দাদের মানবিক উন্নয়নেও কাজ করছে।
সোমবার (২৯ডিসেম্বর) দুপুর ২টায় দিনাজপুর সেক্টরের অধিনস্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) কর্তৃক উপজেলার কাজিহাল ইউনিয়নের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সীমান্তবর্তী এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় মূহুর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মহাপরিচালক বিজিবি মহোদয়ের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এতে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি), সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন কাঞ্চণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি) বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনন্থ ফুলবাড়ী উপজেলার আওতাধীন আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩নং কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে চলমান তীব্র শীতে বিপর্যস্থ স্থানীয় শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় প্রায় ৬০০ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিমের ঘুষ লেনদেনের অভিযোগে দুদক অভিযান

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্যকথার যৌথ আয়োজনে ৭ জুন প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

হরিপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ১

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে মহিলা পরিষদের স্মারকলিপি

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ভেঙ্গে দেয়া হলো শেখ মুজিবুরের মূর‌্যাল

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

আটোয়ারীতে ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জারিমানা

মোদি-মমতার জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ভার গ্রহন !