প্রদীপ কুমার সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন,সমস্বিত জেলা কার্যালয় নওগাঁ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল ৯টায় কমিটির সভাপতি নুরল হক মাষ্টারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে মানববন্ধন ও আলোচনা সভা করেন।
এসময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি মোহা: আনারুল ইসলাম অফিসার ইনচার্জ (ওসি) সাপাহার থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর কমিটির সাধারণ সম্পাদক অরসর প্রাপ্ত শিক্ষক অধির চৌধুরী, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, অরসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক মিয়া । এসময় “সততা সংঘ”র সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


















