ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
১৩ ডিসেম্বর দিনাজপুর জেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দিনাজপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, মিছিলে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহীন সুলতানা বিউটি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের আহŸায়ক একে.এম. মাসুদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহŸায়ক মাসুম রেজা পলাশ, গোলাম মুর্শেদ খান রাজনসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় মহিউদ্দিন মন্ডল বকুল বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এ ধরনের হামলার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।















