হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ম একনেক (ঊঈঘঊঈ) সভায় মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে “হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন” শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়েছে। প্রকল্পটির মোট অনুমোদিত ব্যয় ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকা।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সক্ষমতা ও ল্যাব.ভিত্তিক সুবিধা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা-গবেষণার পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের মধ্যে রয়েছে ১২-তলা ছাত্র হল, ১২-তলা ছাত্রী হল, ১২-তলা শিক্ষক-কর্মকর্তা আবাসিক ভবন, ১২-তলা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ (৪র্থ ও ৫ম তলা), ২-তলা বিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেটরিয়াম, মেডিকেল সেন্টারের উর্দ্ধমুখী সম্প্রসারণ (১ম ও ২য় তলা), তথ্য প্রযুক্তি সরঞ্জামাদি, অফিসয ন্ত্রপাতি, আসবাব পত্র, ল্যাবরেটরি যন্ত্রপাতি, মসজিদের পাশর্^ীয় সম্প্রসারণ, বাউন্ডারীওয়াল, অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম, গভীর নলকূপ, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন, ৫০০ কেভিএ সাব-স্টেশন এবং ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন সুবিধা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আইটি সরঞ্জামাদি, ল্যাবরেটরি যন্ত্রপাতি, অফিস যন্ত্রপাতি ও আসবাবপত্র সংযোজনের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন ত্বরান্বিত হবে; ফলে আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা-গবেষণা পরিবেশ গড়ে উঠবে এবং উদ্ভাবন ও জ্ঞান সৃষ্টির কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মেডিকেল সেন্টার সম্প্রসারণ, নিরাপত্তা অফিস ও আনসার ব্যারাক নির্মাণ এবং জিমনেটরিয়ামও কনফারেন্স সুবিধা সংযোজনের মাধ্যমে ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সহায়ক সুযোগ-সুবিধা উন্নত হবে। অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, পানি সরবরাহ লাইন, গভীর নলকূপ ও সাব-স্টেশন স্থাপনের ফলে ইউটিলিটি সেবার সক্ষমতা বাড়বে এবং সার্বিক ক্যাম্পাস ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
প্রকল্প অনুমোদনের মাধ্যমে হাবিপ্রবির শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নের পথ সুগম করায় হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও একনেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পরিকল্পনা উপদেষটা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়াও প্রকল্প প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনে অবদানের জন্য তিঁনি প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস)সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

















