॥ ১৭ জানুয়ারী শনিবার ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে দিনাজপুরের সু-প্রতিষ্ঠিত অগ্নিলা নৃত্য নিকেতনের আযোজনে প্রতি বছরের মত এবারও ৪ দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে ঢাকা হতে আগত কত্থক নৃত্য গুরু রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের ও বুলবুল একাডেমি’র অফ ফাইনার্স বাফা’র বিশিষ্ট প্রশিক্ষক সাজু আহমেদ বলেন, শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক নৃত্য হচ্ছে অন্যতম নৃত্য ধারা। মন্দির যুগ, দরবার যুগ, মঞ্চ যুগ সহ ৩ যুগ থেকে এই নৃত্য ধারা চর্চা চলে আসছে। উত্তর ভারতের একটি ঐতিহ্যবাহী ধ্রুপদী নৃত্যশৈলী যা মূলত গল্প বলার শিল্প থেকে উদ্ভূত। সেখানে কথা এবং কথক শব্দ থেকে নাম করণ হয়েছে যা জটিল পায়ের কাজ, অভিব্যক্তিপূর্ণ মুখ ভঙ্গি ও মুভমেন্টের মাধ্যমে কাহিনি পরিবেশন করে।
অগ্নিলা নৃত্য নিকেতনের পরিচালক, বিশিষ্ট নৃত্য শিল্পী ও প্রশিক্ষন সমন্বয়কারী রওনক আরা হক নীপা বলেন, বর্তমানে এই নৃত্য ধারা বিশ্বের অনেক জায়গায় সুনামের সাথে চর্চা চলছে। অগ্নিলা নৃত্য নিকেতন ২০০৭ সাল থেকে দিনাজপুরে ক্ষুদে নৃত্য শিল্পীদের নিয়ে এবং নৃত্য গুরু সাজু আহমেদ এর সহযোগিতায় প্রশিক্ষণ ও নৃত্য চর্চা চলমান রেখে শিশুদের মাঝে কত্থক নৃত্যের প্রতিভা সর্বত্র ছড়িয়ে পড়ছে। ৪দিনব্যাপী এই প্রশিক্ষণে ২৫ নৃত্য শিল্পী অংশগ্রহণ করেন।


















