পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগের পরিচিত মুখ জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। বিশেষ করে ভয়ংকর করোনার সময় একেবারে সামনের সারিতে থেকে তিনি পরিস্থিতি সামাল দিয়েছিলেন। তার অবসরজনিত কারণে বিদায় বেলায় জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাগণ গতকাল বৃহস্পতিবার বিকেলে হাজির হয়েছিলেন সিভিল সার্জন অফিসের হলরুমে। সেখানে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে তাকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, বোদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুমন ধর, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সার্জারী ডা. আমির হোসেন, সিনিয়র কনসালটেন্ট শিশু ডা. মনোয়ারুল ইসলাম, কনসালটেন্ট এ্যানেসথেসিয়া ডা. মনসুর আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা. সিফাত জাহান, স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দীন, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমূখ। অনুষ্ঠানে জেলার ইপিআই মেডিকেল টেকনোলজিষ্ট, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারী ইন্সপেক্টরসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

















