মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ের আটোয়ারীতে জেঁকে বসেছে শীত। শীতের দাপটে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা-ভ্যানচালক, বিভিন্ন বয়ষী স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমজীবি মানুষ। সপ্তাহের শেষে দু’একদিন হঠাৎ সূর্যের দেখা মিললেও আবারও সূর্য অদৃশ্য হয়ে পড়েছে। এর সাথে দিনব্যাপী মাঝে মধ্যে চলমান হিমেল হাওয়া থাকার কারনে শীতের তীব্রতা তীব্রতর হয়ে ওঠেছে। বুধবার পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭.৫ এবং বৃহস্পতিবার ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উপজেলার গোটা জনপদ, আর কনকনে ঠান্ডায় কাঁপছে মানুষ। টানা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে যেন স্থবির হয়ে পড়েছে এই উপজেলার স্বাভাবিক ছন্দ। তিন দিন ধরে সূর্যের দেখা নেই বললেই চলে। ঝুঁকি এড়াতে সড়কে বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীতে স্থবির হয়ে পড়েছে কৃষিকাজও। মাঠে কাজ কমেছে, সবজি ক্ষেতে শিশিরের প্রভাব দেখা যাচ্ছে। অন্যদিকে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্ক ব্যক্তিরা। শীত প্রসঙ্গে ইজিবাইক চালক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ জমির উদ্দীন বলেন, সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা, যাত্রী নেই একেবারেই। যদিও আমরা পেটের দায়ে বের হচ্ছি, তবে রাস্তায় একাকী ঘুরে ঘুরে ঠান্ডায় কাবু হচ্ছি গত কয়েকদিন ধরে। এদিকে কৃষিশ্রমিক মোঃ আব্দুল কাদের জানান, সকালে এতটাই শীত যে হাত-পাঁ কাপছে এবং মাঠে কাজ করা যাচ্ছে না। শীতের দাপটের কারণে কাজকর্মও কমে গেছে। আয় উপার্জন কমে গেছে।
শীতে করণীয় সম্পর্কে আটোয়ারীর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবীর বলেন, শীতের প্রকোপে শিশু ও বয়স্ক ব্যক্তিদের ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট-এজ্মা সহ আরো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব বেশী। একারণে শিশু ও বয়স্কদের বাড়তি যতœ নেওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে আটোয়ারী উপজেলা প্রশাসনের প্রধান চৌকস ইউএনও গভীররাত পর্যন্ত ছঁটে ছঁটে খুঁজে বের করছেন অসহায় শীতার্ত মানুষদের, আর তাঁদের গাঁয়ে পড়িয়ে দিচ্ছেন শীতবস্ত্র। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী আরো জানান, এখন পর্যন্ত উপজেলায় প্রায় আড়াই হাজার কম্বল বিতরণ করা হয়েছে, যাহা চাহিদার তুলনায় সএকেবারেই অপ্রতুল। চলমান এই শীতে তিনি এ প্রতিনিধির মাধ্যমে দেশের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে উপজেলার অসহায় শীতার্ত মানুষগুলোর পাশে থাকার জন্য আহবান জানান।

















