মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরনবিধি প্রতিপালন এবং গণভোট আয়োজন সংক্রান্ত কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদ অডিটোরিয়ামে কর্মশালা ও মতবিনিময় সভা শুরু হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজাহান মানিক এর সঞ্চালনায় আয়োজিত কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার কাজী মোঃ সায়েমুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হাসান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র উপজেলার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাহামিদুর রহমান, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত সহকারী মোঃ নাহিদ ইসলাম (সহকারী কমিশনার), আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। এছাড়াও কর্মশালা ও মতবিনিময় সভায় কথা বলেন উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন, এনসিপি আটোয়ারীর প্রধান সমন্বয়ক মোঃ জয়েনউদ্দীন ও উপজেলা জাগপা’র সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান প্রমূখ।

















