মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে সাবেক সফল তিন বারের প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাধানগর রবিন মার্কেটে ওই এলাকার বীরমুক্তিযোদ্ধা বাবু বলেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উক্ত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। আটোয়ারী সনাতনী সম্প্রদায়ের আয়োজনে আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসন হতে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মোঃ নওশাদ জমির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো: নজরুল ইসলাম দুলাল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলার রাধানগর এলাকার কৃতি সন্তান ব্যারিষ্টার তুষার কান্তি রায়ের ঐকান্তিক পরিশ্রমে এবং প্রদীপ কুুমার বর্মনের সঞ্চালনায় প্রার্থনা সভায় আরো বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্ট, পঞ্চগড়ের আহবায়ক অলেন চন্দ্র ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সহকারী অধ্যাপক গিরিজা কান্ত রায়, সাবেক প্রধান শিক্ষক পরিতোষ কুমার রায়, স্বাস্থ্যকর্মী সুষেন দেবনাথ, রাধানগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক উত্তম কুমার সেন ও অনিমেষ চন্দ্র বর্মন প্রমূখ। প্রার্থনা সভায় পুরোহিত্য করেন মাধবেন্দ্রপূরী দাস (মিন্টু প্রভূ)।

















