মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটোয়ারী উপজেলা শাখা ও এর অঙ্গ সংগঠন সমূহের যৌথ আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ে কেক কাঁটা ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে। উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে অনুষ্ঠিত জন্মবার্ষিকীর কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান, সাবেক সদস্য মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম ও মোঃ বদিউজ্জামান মানিক, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম, পরিশ্রমী সাবেক ছাত্রনেতা সায়মন আক্তার সুমন ও মোঃ আব্দুর রহিম রিপন প্রমূখ।
উল্লেখ্য যে, রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশবাসীর কাছে সমাদৃত এবং সম্মানিত। তিনি ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মন্ডল বাড়ীতে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী। পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬-৩০মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। মেজর জিয়া এবং তাঁর বাহিনী সামনের সাড়ি থেকে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তাঁর পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। অত:পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রিয় ক্ষমতার কেন্দ্র বিন্দুতে অধিষ্টিত হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১৯৭৮ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে অবসর গ্রহণ করার পর তিনি ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন। তাঁর শুণ্যতা আজো বাঙ্গালী জাতীকে কাঁদায়।#


















