আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ চলমান শৈত প্রবাহে বিপর্যস্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গিরাগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪০৭ সংলগ্ন পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় তিন শতাধীক শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন বিজিবি। কম্বল বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি’র ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ১৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, বিশেষ অতিথি হিসেবে উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ ও প্রধান শিক্ষক ভৌমিক চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধসহ আন্ত:সীমান্ত অপরাধ দমন করে যাচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। শীতের এই সময়ে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবা দেওয়া আমাদের জন্য গৌরবের। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি ও গিরাগাঁও বিওপি’র বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজিবি কর্মকর্তারা জানান, ভবিষ্যতেওএই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভুমিকা পালন করবে।


















