মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে বসবাসরত সনাতনী সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করলেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। রবিবার (১৮ জানুয়ারি) সারাদিন ব্যাপী তিনি উপজেলার সনাতনী অধ্যুষিত আলোয়াখোয়া ইউনিয়নের বিভিন্ন পাড়ায় মতবিনিময় সভা করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করলেন। এসময় নিপুন রায়ের সফর সঙ্গী হিসেবে জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম. এ মজিদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী, জেলা মহিলা দলের আহবায়ক আঞ্জুমানয়ারা মুক্তি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্ট, পঞ্চগড়ের আহবায়ক অলেন চন্দ্র ঘোষ, আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা সহ উপজেলা বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সুদূর রাজধানী থেকে নিপুন রায় চৌধুরী পঞ্চগড়ের আটোয়ারীতে এসে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় উপজেলার সনাতনী জনগোষ্ঠীর লোকজন বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন। তিনি মতবিনিময় সভায় এলাকার সনাতনী নারী-পুরুষদের বলেন, ধানের শীষে ভোট দিলে আমরা নিশ্চিন্তে এদেশে বসবাসের পাশাপশি নির্বিঘ্নে আমাদের বিভিন্ন পূজা-পার্বন স্বাধীনভাবে পালন করতে পারব।


















