আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ দুই দেশের সীমান্ত রক্ষাসহ সুসম্পর্ক বজায় রাখতে পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বিজিবি – বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় ব্যাটালিয়ন ,১৮ বিজিবি’র নিয়ন্ত্রনাধীন জোতদার পাড়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার এমপি ৪১৩ এর নিকট স্থানে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে বিজিবি’র আহ্বানে বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ ক্যাম্প কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন জোতদারপাড়া বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ খয়বর হোসেন এবং প্রতিপক্ষ ১৭ বিএসএফ ব্যাটালিয়ন এর গাঞ্জাবাড়ী বিএসএফ ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর সন্তোষ চৌরাসিয়া। উভয় পক্ষের পাঁচজন করে ১০ জন সৌজন্য সাক্ষাতে অংশ নেন। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের শুরুতে বিজিবি- বিএসএফ কমান্ডার পর্যায়ে কুশলাদি বিনিময় হয়। পরে মূল আলোচনার মধ্যে সীমান্ত হত্যা,নারী ও শিশু পাচার প্রতিরোধ , অবৈধভাবে দুস্কৃতিকারী কর্তৃক তারকাটা বেড়া কর্তন, গবাদী পশু নিয়ে আসা, অবৈধভাবে পুশইন না করা, ভারতীয় জনগন বাংলাদেশে এবং বাংলাদেশের জনগন ভারতে অবৈধভাবে যেতে না পারা সহ নানা সমস্যা নিয়ে বিজিবি ও বিএসএফ টহল কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে আলোচনা হয়। সকল বিষয়ে কমান্ডারগণ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে একমত পোষণ করেছেন। কমান্ডারগণ উভয় দেশের সুসম্পর্ক যেন বজায় থাকে সেই আশা ব্যাক্ত করেন।


















