মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ কর্মচারীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (৬জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌকস আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এবং স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী’র সাবেক উপ-পরিচালক সবার প্রিয় ডাক্তার মওলা বক্স চৌধুরী। অবসর জনিত বিদায় নেওয়া কর্মচারীরা হলেন যথাক্রমে সাবেক স্টোর কিপার মোঃ আব্দুল মান্নান, সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোস্তফা আলম, সাবেক স্যানেটারী ইনস্পেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক পরিসংখ্যানবিদ বাবু ধনেশ চন্দ্র বর্মন, সাবেক ক্যাশিয়ার মোঃ মকবুল হোসেন এবং সাবেক ওয়ার্ড বয় মোঃ জহিরুল ইসলাম। বিদায় অনুষ্ঠানে অবসর নেওয়া প্রত্যেক কর্মচারীগণের পাশাপাশি আরো বক্তব্য রাখেন সাবেক এমটি ইপিআই কর্মী মোঃ ইদ্রীস আলী, সাবেক ক্যাশিয়ার মোঃ নুরল হক, সিএইচসিপি নির্মল কুমার বর্মন, স্বাস্থ্য কর্মী মোছা: নাসরিন, সিসটার মোছা: লাকী বেগম, স্বাস্থ্য পরিদর্শক মোছাঃ সুফিয়া খাতুন। পরিশেষে বিদায়ী সহকর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষে এবং সবার প্রিয় ডাক্তার মওলা বক্স চৌধুরীর ব্যক্তিগত পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করে অনুষ্ঠানের ইতি টানা হয়।


















