আব্দুর রহমান, বোদা পঞ্চগড়ঃ
পঞ্চগড়–২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তার নির্বাচনী প্রচারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই প্রচারণার প্রথম দিনটি তিনি শুরু করেছেন তার জন্মস্থান পাঁচপীর ইউনিয়ন থেকে।
একটি সংক্ষিপ্ত গণসংযোগ ও মতবিনিময়ে তিনি বলেন, “এটি শুধু প্রচারণার সূচনা নয়, এটা আমার জীবনের আবেগ, কৃতজ্ঞতা ও দায়বদ্ধতার প্রকাশ। যে মাটিতে আমার প্রথম পদচারণা, যে মানুষগুলোর ভালোবাসায় বড় হয়েছি, তাদের দোয়া নিয়েই আজ সামনে এগুচ্ছি।”
তিনি আরও বলেন, “পাঁচপীরের প্রতিটি মুখ আমাকে মনে করিয়ে দেয়, রাজনীতি ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি মানুষের পাশে থাকার অঙ্গীকার। এখানকার মানুষের বিশ্বাসই আমার শক্তি, তাদের দোয়াই আমার পাথেয়।” প্রথম দিনের প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি তার পরিবার, এলাকার মুরুব্বি, ভাই-বোন, তরুণ-যুবক ও মা-বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা আমাকে দায়িত্বশীল করে, প্রত্যাশা আমাকে সৎ ও নির্ভীক থাকতে অনুপ্রাণিত করে।”

















