আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে বিভিন্ন দলের ৫প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ২০জানুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাহারের শেষ দিন ছিল।
যারা প্রত্যাহার করলেন, তারা হলেন, দিনাজপুর-২আসন থেকে জাতীয় পার্টি (জেপি)র সুধীরচন্দ্র শীল, দিনাজপুর-৩(সদর) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস এর রেজাউল করিম, দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল কাদের চৌধুরী, জামায়াতের প্রার্থী মাওলানা মো.আনোয়ার হোসেন, দিনাজপুর ৬ (বিরামপুর ঘোড়াঘাট নবাবগঞ্জ হাকিমপুর) আসনে এবি পার্টি মোঃ আব্দুল হক। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিস।
অপরদিকে, বৈধ ৪০জন প্রার্থী রইলেন, দিনাজপুর-১ আসন থেকে ৬জন, দিনাজপুর-২ আসন থেকে ৮জন, দিনাজপুর-৩ আসন থেকে ৮জন, দিনাজপুর-৪ আসন থেকে ৪জন, দিনাজপুর-৫ আসন থেকে ৭জন এবং দিনাজপুর-৬ আসন থেকে ৭ জন।
বৈধ প্রার্থীরা হলেন, দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপির প্রার্থী মনজুরুল ইসলাম, জামায়াত ইসলামের মতিউর রহমান, জাতীয় পার্টির শাহিনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ চান মিঞা,জাকের পাটির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায়,গণঅধিকার পরিষদ এর রিজওয়ানুল ইসলাম।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, জাতীয় পার্টির মোহাম্মদ জুলফিকার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন জীবন,বাংলাদেশ মুসলিম লীগ মোঃ মোকারম হোসেন, জামায়েত ইসলামীর প্রার্থী এ কে এম আফজালুল আনাম, বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মাওলানা জোবায়ের সাঈদ, স্বতন্ত্র প্রার্থী আ ন ম বজলুর রশিদ, ইসলামী আন্দোলন প্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ রেদওয়ানুল কারীম রাবিদস।
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, আমজনতা পার্টির মোঃ রবিউল ইসলাম, ইসলামী আন্দোলন এর মোঃ খাইরুজ্জামান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এর কিবরিয়া হোসেন, জামায়াতে ইসলামী প্রাার্থী মোঃ ময়নুল আলম, বাংলাদেশ মুসলিম লীগের লাইলাতুল রীমা, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অমৃত কুমার রায় ।
দিনাজপুর ৪ (চিরিরবন্দর-খানসামা) আসন থেকে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়া, জামায়াতে ইসলামীর আফতাব উদ্দিন মোল্লা, জাতীয় পার্টির প্রার্থী মোঃ নুরুল আমিন শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ আনোয়ার হোসেন নদভী।
দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী এ.জেড.এম রেজওয়ানুল হক, জাতীয় পার্টির কাজী আব্দুল গফুর, এনসিপির প্রার্থী ডা. আব্দুল আহাদ, স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী প্রভাষক রোস্তম আলী, স্বতন্ত্র মোঃ হযরত আলী বেলাল।
দিনাজপুর ৬ (বিরামপুর ঘোড়াঘাট নবাবগঞ্জ হাকিমপুর) আসনে বিএনপির প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এর মোঃ আব্দুল হাকিম, জাতীয় পার্টি এড. মোঃ রেজাউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ নুর আলম সিদ্দিক, স্বতন্ত্র শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ, স্বতন্ত্র মোঃ আব্দুল্লাহ।

















